আর্জেন্টিনার সম্পর্কে। About Argentina-Argentina Country-Argentina Religion-Argentina World Cup

আর্জেন্টিনার সম্পর্কে

আমরা যারা বাংলাদেশে বসে আর্জেন্টিনার ও ব্রাজিলের খেলা দেখি তারা কি বলতে পারবেন আর্জেন্টিনার ও ব্রাজিল কোন শহরে বসবাস করে ৯০% মানুষ বলতে পারে না, একজন মানুষ ঘর থেকে বের হয়ে চার দোকানে বসে আর্জেন্টিনার ও ব্রাজিলের খেলা দেখি বাংলাদেশে ৯০% দোকানপাট বন্ধ থাকে যেদিন আর্জেন্টিনার ও ব্রাজিলের খেলা হয়, আর্জেন্টিনার যদি একটি গোল দেয় মানুষ এমন ভাবে চিৎকার করে মনে হয় কোথাও আগুন লেগেছে, আমাদের বাংলাদেশী ৯০% মানুষ আর্জেন্টিনার ও ব্রাজিলের সাপোর্টার।

আর্জেন্টিনার পতাকা


আর্জেন্টিনার সম্পর্কে আমরা আজকে জানবো তারা কোথায় থাকে, কি করে তাদের দেশের নাম কি বা শহরের নাম কি। তাদের ধর্ম কি।


আমরা কী আসলে সাপোর্ট করা দলের দেশটি সম্পর্কে জানি? ফুটবল বিশ্বকাপে খেলতে আসা এমনই একটি দেশ ‘আর্জেন্টিনা’ সম্পর্কে আজ আপনাদের জানাবো।

আর্জেন্টিনা দেশ


আর্জেন্টিনা শব্দটি শুনতে প্রথমেই মনে আসে ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকের সেরা খেলোয়াড় লিওনেল মেসির মুখ। মনে আসে নান্দনিক ফুটবল। এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রঙ। আমরা হয়তো এটুকুই জানি। অথচ এই আর্জেন্টিনা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ।


আর্জেন্টিনা দেশটি

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী বুয়েনোস আইরেস । দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্র।


আর্জেন্টিনার উচ্চতায় অবস্থিত আয়তন

আর্জেন্টিনার আয়তন ২৭,৮০,৪০০ কিমি । দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আন্দেস পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে, যার অপর পার্শ্বে চিলি অবস্থিত। দেশটি উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর-পূর্বে ব্রাজিল, পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর।এবং দক্ষিণে ড্রেক প্রণালী। সব মিলিয়ে দেশটির স্থলসীমান্তের দৈর্ঘ্য ৯,৩৭৬ কিমি ।

আর্জেন্টিনায় ভূ-প্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু-উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তাঁর সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া। তবে বেশির ভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির পাম্পাস শহরে বসবাস করেন। পাম্পাসেই দেশটির অধিকাংশ কৃষিসম্পদ উৎপন্ন হয় এবং এখানেই দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় ‘গাউচো’দের আবাসস্থল।

মেন্দোসা প্রদেশে অবস্থিত আকোনকাগুয়া আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রতল থেকে ২২,৮৩১ ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়াও আকোনকাগুয়া দক্ষিণ গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ পর্বত। আর্জেন্টিনার প্রধান প্রধান নদীর মধ্যে রয়েছে পারানা নদী ও উরুগুয়াই নদী, সালাদো নদী, রিও নেগ্রো নদী, সান্তা ক্রুস নদী, পিকোমাইয়ো নদী, বের্মেহো নদী ও কোলোরাদো নদী।

আর্জেন্টিনার বিশ্বকাপ

বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার এবং ফাইনালে খেলেছে চারবার। ফুটবল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠে এসেছেন আর্জেন্টিনা থেকেই।

আর্জেন্টিনার বিশ্বকাপ


আর্জেন্টিনা স্বাধীনত

১৮১০ সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং ১৮১৮ সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধবিজয় শেষ হয়। ১৯ শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম, ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল।

আর্জেন্টিনার জার্সি



আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে ১৯৫৫ সালে পেরনের পতন ঘটে। ১৯৮৩ সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয় কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যায় তখনও হাবুডুবু খেতে থাকে। বর্তমানে দেশটি তাঁর অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আর্জেন্টিনার ধর্ম

ধর্ম আর্জেন্টিনা মূলত খ্রিষ্ট প্রধান দেশ। আর্জেন্টিনার ৯১% মানুষ খ্রিস্টান ২% মুসলমান ৪% হিন্দু বাকি সব অন্যান্য ধর্মের লোক সেখানে বসবাস করেন।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স

FIFA world cup : আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান, লাইভ score, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, হেড টু হেড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Argentina vs France live match] সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। মরক্কোর বিপক্ষে সেমি ফাইনালে ফ্রান্স জিতলে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ফ্রান্স। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা হবে বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর ২০২২ রাতে। উল্লেখ্য, FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সেমিফাইনালের ৪টি দল হচ্ছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো।


আর্জেন্টিনা বনাম ফ্রান্স

ভুল 

আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন,, আল্লাহর রহমতে আপনারা যেন ভাল থাকেন এই দোয়া করি, আমাদের থেকে যতটুক সম্ভব আর্জেন্টিনার সম্পর্কে জানা যায় আমরা সেই বিষয় নিয়ে লেখালেখি করেছি, চুল পরিমাণে তো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম




No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad